নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যে গত মে মাসে ১৩ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৪ কোটি ৬৯ লাখ টাকা বেশি বলে জানা গেছে। এ ব্যাপারে শুল্ক ষ্টেশন সূত্রে জানান,২০১৭-২০১৮ অর্থ বছরের গত মে মাসে ৪০৭টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১৩ কোটি ৬০ লাখ ৬ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ কোটি ৬৯ লাখ ৬ হাজার টাকা বেশি। এতে মিয়ানমার থেকে পন্য আমদানির মূল্য দাঁড়ায় ৭৬ কোটি ২৪ লাখ ৯৫ হাজার টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক এই বন্দরে গত মে মাসে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮ কোটি ৯১ লাখ টাকা। অপরদিকে ৫৫টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে মিয়ানমারে ১ কোটি ৮৩ লাখ ৭৯ হাজার টাকার পন্য রপ্তানি করা হয়েছে। এছাড়া শাহপরীরদ্বীপ করিডোরে ১২৭৪০টি গরু,২৩৭২টি মহিষ আমদানী করে ৭৫ লাখ ৫৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়।
জানা যায়,গত মে মাসে মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে পন্য আমদানী স্বাভাবিক হওয়ায় সাড়ে ৪ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। গতবছরের ২৫ আগষ্টের পর রাখাইনে জাতিগত সমস্যার কারনে সীমান্ত বানিজ্যে ধ্বস দেখা দেয়। এর ফলে মাসিক রাজস্ব আদায়েও ধ্বস নামে। বর্তমানে সীমান্ত বানিজ্য ব্যবসা আগের চেয়ে অনেকটা উন্নতি দেখা যাচ্ছে। এ অবস্থা বলবৎ থাকলে আরো বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টেকনাফ স্থল বন্দর শুল্ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান,গত মে মাসে মিয়ানমার থেকে পণ্য আমদানি বেশী হওয়ায় মাসিক টার্গেটের চেয়ে বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। তবে পন্য আমদানী ও রপ্তানী স্বাভাবিক থাকলে রাজস্ব আদায়ে উদ্ধগতি বলবৎ থাকবে। এর জন্য তিনি সীমান্ত বাণিজ্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের আরো আন্তরিক সহযোগিতা কামনা করেন।