নিউজ ডেস্কঃ নোয়াখালীর সদর উপজেলার ডাক্তার বাজারের কাছে গাছের সাথে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশায় সিএনজি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে দুইযাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে দুই যাত্রী। হতাহতদের পরিচয় জানা যায়নি। সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান,আজ রবিবার ভোরে লক্ষ্মীপুরের রামগতি থেকে একটি সিএনজি অটোরিকশা নোয়াখালী জেলা সদরের সোনাপুরের উদ্দেশ্য ছেড়ে আসে। পথে সোনাপুর-আলেকজান্ডার সড়কের ডাক্তার বাজারের কাছে পৌঁছলে অটোরিকশাটি গাছের সাথে ধাক্কা লেগে আগুণ ধরে যায়। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যায়। আহত অবস্থায় অপর তিন যাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার সময় আরো একজনের মৃত্যু হয়।