News71.com
 Bangladesh
 02 Jun 18, 01:32 PM
 1439           
 0
 02 Jun 18, 01:32 PM

প্যান্ট চুরির অভিযোগে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার গুজবে কারখানা ভাঙচুর।

প্যান্ট চুরির অভিযোগে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার গুজবে কারখানা ভাঙচুর।

নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে হা-মীম গ্রুপের একটি কারখানায় প্যান্ট চুরির অভিযোগে শ্রমিককে মারধরে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় কারখানায় ভাঙচুর হয়েছে। পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত শ্রমিক তৈয়ব আলীকে কারখানায় হাজির করলে পরিস্থিতি শান্ত হয়। টঙ্গী মডেল থানার ওসি মো. কামাল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর মিলগেইট শহীদ সুন্দর আলী রোড এলাকায় হামীম গ্রুপের প্রতিষ্ঠানটির নিটিং ওয়াশিং প্ল্যান্টের শ্রমিক তৈয়ব আলীকে প্যান্ট চুরির অভিযোগে নিরাপত্তাকর্মীরা মারধর করেন। এসময় অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে সহকর্মীরা তৈয়ব মারা যাওয়ার খবর পান। পরে শনিবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানায় কাঁচ-মালপত্র ভাঙচুরসহ কারখানা চত্বরে থাকা কয়েকটি গাড়িও ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। খবর পেয়ে সকাল ১০টার দিকে কারখানার মালিক (এমডি) এ কে আজাদ চৌধুরী ঘটনাস্থলে যান। এ সময় তিনি কারখানার কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। পরে আহত শ্রমিক তৈয়ব আলীকে কারখানায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন