News71.com
 Bangladesh
 30 May 18, 05:22 PM
 1278           
 0
 30 May 18, 05:22 PM

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর বিএনপির ইফতার মাহফিলে মারামারি, আহত ১০।।  

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর বিএনপির ইফতার মাহফিলে মারামারি, আহত ১০।।   

নিউজ ডেস্কঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর বিএনপির ইফতার মাহফিলে দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে মারামারির এই ঘটনা ঘটে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের কাজির দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। এসময় অন্তত ১০ জন কর্মী আহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,ইফতার মাহফিলে বিএনপিকর্মীদের জন্য কনভেনশন সেন্টারের নিচে বসার ব্যবস্থা করা হয়। দ্বিতীয় তলায় সাংবাদিক ও সিনিয়র নেতাদের জন্য বসার জায়গা করা হয়। নিচে কয়েকজন কর্মী চেয়ারে বসা নিয়ে একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন জড়ো হয়ে মারামারিতে লিপ্ত হন। একে অপরের দিকে ইফতারের প্লেইট ও চেয়ার ছুড়ে মারলে কয়েকজন গুরুতর আহত হন। নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন,নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকার কারণে কয়েকজন কর্মী হাতাহাতির ঘটনা ঘটে,এর চেয়ে বেশি কিছু নয়। কিছুক্ষণের মধ্যেই আবার সভার কার্যক্রম শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন