নিউজ ডেস্কঃ বান্দরবানের লামা হতে অপহৃত সপ্তম শ্রেণীর স্কুলছাত্রী মমিনা আক্তারকে (১২) নিখোঁজের ১০ দিন পরে সিলেট জেলার জালালাবাদ হতে উদ্ধার করেছে লামা থানা পুলিশ। এ সময় অপহরণকারী মো. মনিরুল ইসলাম (৪২) কে আটক করা হয়। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানিয়েছেন লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাস সঙ্গীয় এএসআই কামাল উদ্দিন সহ ৫ সদস্যের একটি চৌকস টিম উদ্ধার অভিযান পরিচালনা করে। এসআই কৃষ্ণ কুমার দাস বলেন,গত ২০ মে রবিববার গজালিয়া উচ্চ বিদ্যালয় হতে কোচিং ক্লাস শেষে বাড়ি ফিরে আসার সময় মো. মনিরুল ইসলাম মেয়েটিকে তুলে নিয়ে যায়। ঘটনার ৫ দিন পর গত ২৪ মে বৃহস্পতিবার দুপুরে মেয়ের সন্ধানে তার মা মিনারা বেগম থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি করে। নিখোঁজ ডায়েরি নং- ৯৩৮,তারিখ- ২৪ মে ২০১৮ইং। নিখোঁজ ডায়েরির তথ্য মতে মেয়েটিকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।
অপহরণকারীর মোবাইল ফোন ট্র্যাকিং ও তার নিকট আত্মীয়দের সহায়তায় ৫ দিনের মধ্যে সিলেট জেলার জালালাবাদ থানার টুকের বাজার হতে গত ২৯ মে রাতে মেয়েটিকে উদ্ধার করা হয় পাশাপাশি অপহরণকারী মো. মনিরুল ইসলামকে আটক করা হয়েছে। মনিরুল ইসলাম খুলনা জেলার রুপসা থানার মেশাঘুনী এলাকার শীকলতলা গ্রামের শেখ মো. মুনছুর আলী ও মোমেনা বেগমের ছেলে। উদ্ধার অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা সার্বিক সহায়তা করেছে। তদন্তকারী অফিসার কৃষ্ণ কুমার দাস আরো জানান,আজ ৩০ মে বুধবার দুপুরে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দী দেয় মেয়ে। আগামীকাল বৃহস্পতিবার তাকে মেডিকেল পরীক্ষার জন্য বান্দরবান জেলা হাসপাতালে প্রেরণ করা হবে।