নিউজ ডেস্কঃ কক্সবাজার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সদস্যরা।গতকাল মঙ্গলবার পৃথক দুই অভিযানে তাদের আটক ও ১২ হাজার ৪৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৮ লাখ টাকা।আটকরা হলেন- কক্সবাজার সদরের বিজিবি ক্যাম্প এলাকার মৃত হাজী সৈয়দ আহম্মদের ছেলে মো. নজরুল ইসলাম (২৯)। তার কাছ থেকে ৩ হাজার ২৪০ পিস ইয়াবা জব্দ হয়। অপর অভিযানে টেকনাফ গোদারবিল এলাকার মো. ইসমাইল হোছেনের ছেলে মো. ছলিম (২০), ইসলামাবাদ এলাকার মো. সুলতানের ছেলে মো. নাহিস লাদেন (১৯), তার মা নুর মেহের বেগম (৩৯) ও পশ্চিম গোদারবিল এলাকার মৃত আব্দুল মতলবের ছেলে মোহাম্মদ হোছেন (৬০)। তাদের কাছ থেকে ৯ হাজার ২০০ ইয়াবা জব্দ করা হয়েছে।মাদকদ্রব্য অধিদফতরের কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে গতকাল রাতে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।