News71.com
 Bangladesh
 19 Feb 18, 07:19 AM
 983           
 0
 19 Feb 18, 07:19 AM

প্রশ্ন ফাঁস : কুমিল্লায় দুই যুবকের কারাদণ্ড

প্রশ্ন ফাঁস : কুমিল্লায় দুই যুবকের কারাদণ্ড

নিউজ ডেস্ক : কুমিল্লার চান্দিনায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ফুয়াদ (১৮) ও শাহরিয়ার (১৮) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের দুইজনকে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা সোয়া ১১টায় উপজেলা সদরের চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাদের গ্রেফতার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ। তারা হলেন- চান্দিনা উপজেলার মহারং গ্রামের টিপু সুলতানের ছেলে ফুয়াদ আলম ও একই জেলার দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ জানান, গ্রেফতারদের মোবাইলে সোমবারের জীববিজ্ঞান পরীক্ষার হুবহু প্রশ্নপত্র পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন