News71.com
 Bangladesh
 11 Feb 18, 09:38 AM
 1054           
 0
 11 Feb 18, 09:38 AM

ফেনীতে কাভার্ড ভ্যানে আগুন।।

ফেনীতে কাভার্ড ভ্যানে আগুন।।


নিউজ ডেস্কঃ ফেনীর রামপুর রাস্তার মাথায় একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। আক্রান্ত কাভার্ড ভ্যান চালকের সহযোগী মোহাম্মদ হাসান জানান,যাত্রা পথে রামপুর রাস্তার মাথায় জব্বার মার্কেটের সামনে সাময়িক বিরতি নেওয়ার জন্য কাভার্ড ভ্যানটি দাঁড় করানো হয়। এর কিছুক্ষণ পরই চার পাঁচ জন যুবক তাদের মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর গাড়িতে পেট্রল ঢেলে তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কিছুক্ষণ মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। আবুল খায়ের গ্রুপের খাদ্য পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল কাভার্ড ভ্যানটি। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) উক্য সিং মারমা জানান,পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ততক্ষণে কাভার্ড ভ্যানটি প্রায় পুড়ে যায়। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন