নিউজ ডেস্কঃ চট্টগ্রামে দুটি কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন আকতার হোসেন এবং মো. ফখরুল। আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর সদরঘাট থানাধীন কদমতলি এলাকায় এ ঘটনা ঘটে। চমেক হাসপাতাল সূত্রে জানা যায়,ডিটি রোড এলাকার হোটেল রয়েল প্যালেসের সামনে একটি কাভার্ডভ্যান থেকে পণ্য ওঠানামার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই দুই জন নিহত হন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।