News71.com
 Bangladesh
 29 Jan 18, 03:24 AM
 1037           
 0
 29 Jan 18, 03:24 AM

নোয়াখালীতে ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত ১।।

নোয়াখালীতে ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত ১।।


নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বিসিক শিল্প নগরী এলাকায় গ্লোব ফার্মাসিউটিক্যালসের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোব ড্রাগসে মিক্সার মেসিনের গ্যাস বিস্ফোরণে নুরুল আমিন নামে এক শ্রমিক মারা গেছে। এ ঘটনায় আরো সাত জন আহত হয়েছে। গতকাল রবিবার রাত তিনটার সময় এ ঘটনা ঘটে। আহতরা হলো আবুল খায়ের,নাছির উদ্দিন,প্রদীপ সাহা,আবু জাহের,সুমন চন্দ্র শীল, লুৎপুল কবির ও এনামুল হক। তাদের নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌমুহনী ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে,গ্লোব ড্রাগসের একটি কক্ষে রাতে তরল মিথাইল ক্যামিকেল গরম করার সময় তা বিস্ফোরিত হয়। তাদের ধারনা নির্দিষ্ট সময়ের মধ্যে মিথাইল ক্যামিকেল গরম করার নিয়ম থাকলেও দায়িত্বরত শ্রমিকরা অতিরিক্ত সময় নেয় এবং পরবতর্তীতে তা ঠান্ডা করার সময় বিষ্ফোরিত হয়ে পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এতে গ্যাসের গন্ধে ও আতংকে আট শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস দল সোয়া তিনটার সময় ঘটনাস্থলে পৌছে আহতের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে হাসপাতালে নুরুল আমিন নামে এক শ্রমিক মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন