News71.com
 Bangladesh
 13 Nov 17, 12:10 PM
 1036           
 0
 13 Nov 17, 12:10 PM

আজ থেকে সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু।।

আজ থেকে সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সর্বদক্ষিণের সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের প্রিয় গন্তব্য। তবে সে গন্তব্যে সারা বছর পর্যটকবাহী বড় জাহাজ চলাচল করে না। এ বছরও কয়েক মাস বন্ধ থাকার পর আজ থেকে শুরু হচ্ছে জাহাজ চলাচল। টেকনাফ-সেন্টমার্টিন্স নৌ-রুটে আজ সোমবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে বলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ সিদ্দিকী নিশ্চিত করেছেন। ইউএনও বলেন,প্রতিবছর মধ্য অক্টোবর থেকে এ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। নাফ নদীর বেশ কয়েকটি স্থানে ডুবন্ত চর জেগে ওঠায় ওই জাহাজগুলোকে নাফ নদীর শূন্যরেখা পেরিয়ে মিয়ানমারের জলসীমার ভেতর দিয়ে চলাচল করতে হয়।

বিগত বছরগুলোতে এ নিয়ে কোনো ধরনের সমস্যা না হলেও এ বছর রোহিঙ্গা ইস্যুতে জাহাজ চলাচল নিয়ে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়গুলো পর্যালোচনা পরই সোমবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ইউএনও জাহিদ। পর্যটকবাহী জাহাজগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পর্যটকদের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন