News71.com
 Bangladesh
 22 Sep 17, 10:44 AM
 1155           
 0
 22 Sep 17, 10:44 AM

মজুদদারির বিরুদ্ধে অভিযান চালিয়ে চট্টগ্রামে ৮০ হাজার বস্তা চাল জব্দ করল ভ্রাম্যমান আদালত  

মজুদদারির বিরুদ্ধে অভিযান চালিয়ে চট্টগ্রামে ৮০ হাজার বস্তা চাল জব্দ করল ভ্রাম্যমান আদালত   

নিউজ ডেস্কঃ মজুদদারির বিরুদ্ধে অভিযান চালিয়ে চট্টগ্রামে ৮০ হাজার বস্তা চাল জব্দ করল ভ্রাম্যমান আদালত। গতকাল চট্টগ্রামের সাগরিকা এলাকায় মাসুদ অ্যান্ড ব্রাদার্স নামে একটি চালের গুদামে অভিযান চালিয়ে ৮০ হাজার বস্তা চাল জব্দ করেছে এই ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক মাসের বেশি সময় ধরে চাল মজুত রাখার অপরাধে চালের গুদামটি সিলগালা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোবাইল কোর্ট পরিচালনাকারী বিচারক সৈয়দ মুরাদ আলী বলেন, চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে সাগরিকা এলাকায় বেশ কয়েকটি চালের গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়- মাসুদ অ্যান্ড ব্রাদার্স নামে একটি চালের গুদামে এক মাস ৯ দিন ধরে চাল মজুদ করে রাখা হয়েছে। যেখানে ৮০ হাজার বস্তায় প্রায় ৪ হাজার টন চাল আছে। এক মাসের বেশি সময় ধরে মজুদ রাখার অপরাধে চালগুলো জব্দ এবং প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন