News71.com
 Bangladesh
 21 Sep 17, 05:48 AM
 1045           
 0
 21 Sep 17, 05:48 AM

চাঁদপুরে মনস্তাত্বিক রোগে ৩০ শিক্ষার্থী অজ্ঞান।।  

চাঁদপুরে মনস্তাত্বিক রোগে ৩০ শিক্ষার্থী অজ্ঞান।।   

নিউজ ডেস্কঃ চাঁদপুরের মনসত্মাত্বিক রোগে আক্রান্ত হয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইছাপুরা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অসুস্থদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাসের পাটোয়ারী নামে একজন প্রত্যক্ষদর্শী জানান,অসুস্থদের মধ্যে ২৮ জন মেয়ে অন্য দুজন ছেলে। এরা সবাই ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া জানান,দুপুরে হঠাৎ করে শ্রেণিকক্ষে বেশ কিছু শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। প্রথমে ৫-৭ জন হলেও পরে বিভিন্ন শ্রেণির আরো অন্তত ৩০ জন এভাবে অসুস্থ হয়ে যায়।

এমন পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দ্রুত এম্বুলেন্স এনে অসুস্থদের সেখানে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক মানিক লাল মজুমদার জানান,মুলত এটি এক ধরণের মনসত্মাত্বিক রোগ (মাস হিস্টিয়া)। একজনের দেখাদেখি অন্যরাও অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে বিকেল চারটায় অনেকেই সুস্থ হয়ে উঠে। তিনি আশা করছি অন্যরাও দ্রুত সুস্থ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন