নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধনে পুলিশের দফায় দফায় বাঁধা ও লাঠিচার্জে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমাসহ অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন । মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ ও পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবিতে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির উদ্যোগে প্রথমে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে নেতা-কর্মীরা আদালত সড়ক এলাকায় মানববন্ধনে একত্রিত হলে পুলিশ ফের বাধা দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জের জবাবে বিএনপি নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ বাঁধে। যদিও মানববন্ধনে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো: আব্দুল হান্নান বলেন, অনুমতি না থাকায় পুলিশ মানববন্ধনে বাধা দিয়েছে। এদিকে বিএনপি‘র শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপি‘র সভাপতি ওয়াদুদ ভূইয়া ।