নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মেঘনা গোমতী সেতু থেকে হাসানপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে শত শত গাড়ি আটকে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জানা যায়,গতকাল রবিবার রাত ১২টা থেকে শুরু হওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ যানজট আজ সোমবার সকাল পর্যন্ত চলছে।
বিভিন্ন বাসের যাত্রীরা জানান,দীর্ঘক্ষণ বাসে বসে আছেন তারা। কিন্তু বাস একটুও নড়ছে না। অন্যদিকে বাসের এক চালক বলেন,এই সড়কে গত কয়েক দিন ধরেই তীব্র যানজট চলছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন,ওজন পরিমাপক যন্ত্রে ধীর গতির কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।