নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর নির্ধারিত ৩৬১ জায়গায় পশু জবাই করলে কোরবানির জন্য হুজুর ও মাংস কাটার জন্য কসাই দেবে সিটি করপোরেশন (চসিক)। এ ছাড়া এসব নির্ধারিত জায়গায় রোদ-বৃষ্টি থেকে রক্ষায় শামিয়ানা,কোরবানিদাতাদের বসার জন্য চেয়ার,প্রয়োজনে মাংস বাসায় পৌঁছে দেওয়ার জন্য লোকবলের ব্যবস্থাও করা হবে। গতকাল বুধবার নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা জানান মেয়র আ জ ম নাছির উদ্দিন। মেয়র বলেন,৪১টি ওয়ার্ডে চসিকের নির্ধারিত স্থান ছাড়া রাস্তার ওপর কিংবা উন্মুক্ত স্থানে পশু জবাই করা যাবে না। তবে কোরবানিদাতারা নিজ বাসাবাড়ির আঙিনায় জায়গা থাকলে পশু জবাই করতে পারবে।
চসিক মেয়র জানান,কোরবানির পশুর বর্জ্য অপসারণকাজ শুরু করা হবে ঈদের দিন সকাল ১১টায়। সন্ধ্যা ৬টার মধ্যে নগরীর সব বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য চার হাজার পরিচ্ছন্নতাকর্মী ও ছোট-বড় আড়াই'শ গাড়ি নিয়োজিত থাকবে। বিকেল ৩টা থেকে বর্জ্য অপসারণকাজ পরিদর্শন করবেন চসিক কর্মকর্তারা। মেয়র ঈদের দিন রাত ১০টার পর নগরীর কোথাও কোরবানির পশুর বর্জ্য পড়ে থাকতে দেখলে চসিকের নিয়ন্ত্রণকক্ষ (০৩১-৬৩০৭৩৯,৬৩৩৬৪৯,০১৭১২২৫২৬১৫, ০১৬৭৫২১৮৪৮৫,০১৭১৫৬৭৬৭৭০),চসিকের হান্টিং নাম্বার (১৬১০৪) বা অ্যাপসের মাধ্যমে জানাতে বলেছেন।