News71.com
 Bangladesh
 21 Jan 24, 11:34 PM
 728           
 0
 21 Jan 24, 11:34 PM

সিলেটে হাসপাতাল ভাঙচুর॥ ছাত্রলীগের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেটে হাসপাতাল ভাঙচুর॥ ছাত্রলীগের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্কঃ সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩০০ জনকে আসামি করে মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার রাতে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সালাহউদ্দিন মিয়া বাদী হয়ে মামলাটি করেছেন। ভাঙচুরের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. শামিউল ইসলামের নেতৃত্বে এ প্রতিনিধি দল আজ রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। অপরদিকে, মৃত্যুর ঘটনায় পরিবহন ও সেতু মন্ত্রণালয়ও ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে রাংপানি নামক স্থানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের পুকুরে পড়ে ৪ ছাত্রলীগ নেতাকর্মী মারা যান। নিহতরা হলেন- নিহাল পাল (২৬), জুবায়ের আহমদ সাব্বির (২৬), মেহেদী হাসান তামাল (২৫) ও সুমন আহমদ (২৫)। তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন