News71.com
 Bangladesh
 13 Aug 20, 11:06 AM
 386           
 0
 13 Aug 20, 11:06 AM

মেজর সিনহা হত্যা॥ প্রত্যক্ষদর্শীদের ভাষ্য নিতে রবিবার গণশুনানি

মেজর সিনহা হত্যা॥ প্রত্যক্ষদর্শীদের ভাষ্য নিতে রবিবার গণশুনানি

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের শামলাপুরে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ‘গণশুনানি’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় টেকনাফ শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। কক্সবাজার জেলা প্রশাসন থেকে এ উদ্যোগ নেওয়া হয়।এ বিষয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্য মো. শাজাহান আলী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় এ গণশুনানি অনুষ্ঠিত হবে। কক্সবাজারের টেকনাফ শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে এ শুনানিতে প্রত্যক্ষদর্শীদের নির্ধারিত সময়ে উপস্থিত হতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন