News71.com
 Bangladesh
 07 Dec 25, 10:43 AM
 8           
 0
 07 Dec 25, 10:43 AM

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার শরীর বিমানযাত্রার উপযুক্ত নয়॥

হাসপাতালে ভর্তি  বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার শরীর বিমানযাত্রার উপযুক্ত নয়॥

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও বিমানযাত্রার মতো নয়। সে জন্যই উন্নত চিকিৎসায় তাঁর বিদেশযাত্রা বিলম্ব হচ্ছে। লন্ডনে চিকিৎসা নিতে যাওয়া-না যাওয়া এখন সম্পূর্ণই নির্ভর করছে তাঁর শারীরিক পরিস্থিতির ওপর। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাঁকে লন্ডনে নেওয়া হবে।  এদিকে, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিক থাকলে পরদিন বুধবার তাঁকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন