
নিউজ ডেস্কঃ দীর্ঘদিনের গরম ও শুষ্ক আবহাওয়ার পর অবশেষে ঢাকাবাসীর জন্য আসছে স্বস্তির খবর। বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। দুপুর ১২টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও তার আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের কিছু সময় হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।