News71.com
 Bangladesh
 29 Oct 25, 10:15 AM
 16           
 0
 29 Oct 25, 10:15 AM

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে॥

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে॥

নিউজ ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি পঞ্চম দিনের মতো শুরু হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়েছে। আদালতে বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনের পক্ষে শুনানি করছেন এ এস এম শাহরিয়ার কবির। এর আগে গত ২১, ২২, ২৩ ও ২৮ অক্টোবর শুনানি হয়। এ চারদিনে ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জনের পক্ষে আইনজীবী ড. শরীফ ভুঁইয়া, ইন্টারভেনার হিসেবে আইনজীবী এহসান এ সিদ্দিক ও জামায়াতে ইসলামীর পক্ষে আইনজীবী শিশির মনির শুনানি সম্পন্ন করেছেন। এর আগে, ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন