News71.com
 Bangladesh
 25 Oct 25, 01:34 PM
 39           
 0
 25 Oct 25, 01:34 PM

বিনাশর্তে ক্ষমা চাইলেন জামায়াত আমীর শফিকুর রহমান॥

বিনাশর্তে ক্ষমা চাইলেন জামায়াত আমীর শফিকুর রহমান॥

নিউজ ডেস্কঃ বিনা শর্তে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমরা মানুষ। আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের ১০০টির মধ্যে ৯৯টি ডিসিশন (সিদ্ধান্ত) সঠিক, একটা তো বেঠিক হতে পারে। সেই বেঠিক সিদ্ধান্তের জন্য জাতির তো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়?’

এসময় তিনি ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত কেউ জামায়াতের দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকলে প্রকাশ্যে মাফ চান। যুক্তরাষ্ট্রের সফরকালে স্থানীয় সময় গত বুধবার শফিকুর রহমান নিউইয়র্কে এক অনুষ্ঠানে বক্তৃতা করেন। কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত ওই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সাংবাদিকেরা ছাড়াও জামায়াতের নেতা–কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন