News71.com
 Bangladesh
 25 Oct 25, 01:33 PM
 31           
 0
 25 Oct 25, 01:33 PM

ইটিসি চালু হওয়ায় পদ্মা সেতুর টোল আদায় দ্রুত ও সহজতর হয়েছে॥

ইটিসি চালু হওয়ায় পদ্মা সেতুর টোল আদায় দ্রুত ও সহজতর হয়েছে॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে আধুনিক প্রযুক্তিনির্ভর ক্যাশলেস, টোল কালেক্টরবিহীন ননস্টপ ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা (ইটিসি) চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের টোল পরিশোধ প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ডিজিটাল ব্যবস্থার আওতায় এসেছে। বর্তমানে বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপ এবং মিডল্যান্ড ব্যাংকের অ্যাপ এর মাধ্যমে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে। ব্যবহারকারীরা বিকাশ অ্যাপে গিয়ে “টোল” অপশনের অধীনে “মোটরযান নিবন্ধন করুন” এ প্রবেশ করে গাড়ির নম্বর এবং চেসিস নম্বরের শেষ চারটি সংখ্যা প্রদান করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। সফল নিবন্ধনের পর একটি ইকপাস আইডি (Ekpass ID) এসএমএসের মাধ্যমে প্রেরণ করা হবে।

এই ইকপাস আইডি ব্যবহার করে বিকাশ অ্যাপের “বিল পরিশোধ” অপশনের “ডি-টোল টপ-আপ” সেবার মাধ্যমে রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার নিকটবর্তী নিবন্ধন বুথে বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ যাচাই করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে যানবাহন ইটিসি লেন ব্যবহার করে ঘণ্টায় কমপক্ষে ৩০ কিলোমিটার গতিতে নির্বিঘ্নে সেতু পার হতে পারবে। গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুর ইটিসি ব্যবস্থার লাইভ পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন