News71.com
 Bangladesh
 16 Apr 24, 11:40 AM
 22           
 0
 16 Apr 24, 11:40 AM

ঈদের পর প্রথম কার্যদিবসে শেয়ার বাজারে বড় দরপতন॥

ঈদের পর প্রথম কার্যদিবসে শেয়ার বাজারে বড় দরপতন॥

 

 

 

নিউজ ডেস্ক: ঈদের পর প্রথম কার্যদিবসে গতকাল সোমবার দেশের শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৫ পয়েন্টের বেশি।এছাড়া লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, ঈদের ছুটি শুরু হওয়ার আগে টানা তিন কার্যদিবস শেয়ার বাজার ঊর্ধ্বমুখী ছিল। ফলে বিনিয়োগকারীরা আশা করেছিলেন ঈদের পরও বাজারে ইতিবাচক ধারা বজায় থাকবে। কিন্তু ইরানের হামলার পরিপ্রেক্ষিতে ইসরাইল পালটা হামলা করলে নতুন করে বৈশ্বিক সংকট সৃষ্টি হতে পারে। এমনিতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে বিরূপ প্রভাব পড়েছে। এসব কারণে, গতকাল বাজারে সূচক ও লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন