বিনোদন ডেস্কঃ ভারতে চলমান ভয়াবহ মহামারির মধ্যেই করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুন। সামাজিকমাধ্যমে ভক্ত-অনুরাগীদের তিনি নিজেই জানিয়েছেন এ খবর। বুধবার (২৮ এপ্রিল) দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা আল্লু অর্জুন এক টুইটার পোস্টে জানান তিনি কোভিড পজিটিভ। তিনি লেখেন, আমার কোভিড টেস্ট পজিটিভ হয়েছে। বাড়িতে নিজেকে আইসোলেট করে নিয়েছি এবং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলছি।