News71.com
 Entertaintment
 05 Feb 21, 10:18 PM
 456           
 0
 05 Feb 21, 10:18 PM

অবশেষে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান।।

অবশেষে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান।।

বিনোদন ডেস্কঃ ভারতে গত কয়েকমাস ধরে চলা কৃষিবিল বিরোধী আন্দোলন নতুন মোড় নিয়েছে সম্প্রতি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ প্রভাবশালী বিশ্ব তারকারাও এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন। যেমন মার্কিন পপস্টার রিহানা কৃকষদের সমর্থনে প্রতিবাদ জানানোর পরই এই ইস্যুতে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, করণ জোহরদের পর অবশেষে মুখ খুললেন অভিনেতা সালমান খান।

ভাইজানের মতে, ‘যা কিছু শ্রেয় সেটাই করা উচিত।’ এর আগে, জাস্টিন ট্রুডো, গ্রেটা থুনবার্গ, রিহানা ও মিয়া খলিফারা কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোয় আন্তর্জাতিক মহলের সামনে অস্বস্তিতে পরে ভারত। পরে এগুলোকে প্রোপাগান্ডা বলে সরব হন বলিউডের একাংশ।

সালমান খানকে সম্প্রতি এ ইস্যু নিয়ে প্রশ্ন করলে, তিনি বলেন, ‘যা সঠিক সেটাই করা উচিত। সবচেয়ে বেশি যেটা সঠিক সেটা করা উচিত। সবচেয়ে মহান বিষয়টাই করা উচিত।’ অর্থাৎ কৃষক আন্দোলনের ইস্যুতে নিজের মতামত জানালেও কারো পক্ষে বা বিপক্ষে কিছু বলেননি তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন