News71.com
 Entertaintment
 02 Feb 21, 09:06 PM
 471           
 0
 02 Feb 21, 09:06 PM

ব্যক্তিগত জীবন ব্যাঘাতমুক্ত রাখতেই মোবাইল ব্যবহার বন্ধ আমির খানের।।

ব্যক্তিগত জীবন ব্যাঘাতমুক্ত রাখতেই মোবাইল ব্যবহার বন্ধ আমির খানের।।

বিনোদন ডেস্কঃ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সামাজিক যোগাযোগমাধ্যমে কোনওদিনই তেমন সক্রিয় নন। অন্য তারকারা যেখানে দৈনন্দিন নিজেদের সব আপডেট জানায়, সেখানে এসবের ধারেকাছেও নেই তিনি। এর উপর আরও বেশি করে ‘নিভৃতবাসে’ যেতে চান এই নায়ক।

আমিরের মুখপাত্র জানিয়েছেন, স্মার্টফোন যাতে কাজ এবং ব্যক্তিগত জীবনে কোনও রকম প্রভাব না ফেলতে পারে, তার জন্যই ১ ফেব্রুয়ারি থেকে ফোন বন্ধ রাখবেন আমির। অভিনেতার মনে হয়েছে, মোবাইল ফোনে বড্ড বেশি আসক্তি এসে যাচ্ছে তার, যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ব্যাঘাত ঘটাচ্ছে। সে কারণেই পুরনো দিনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন