News71.com
 Entertaintment
 01 Feb 21, 08:38 PM
 516           
 0
 01 Feb 21, 08:38 PM

এবার সাত পাকে বাধা পড়লেন ওম-মিমি।।

এবার সাত পাকে বাধা পড়লেন ওম-মিমি।।

বিনোদন ডেস্কঃ বহুদিনের প্রণয়য়ের স্বীকৃতি দিয়ে বছরের প্রথমদিন রেজিস্ট্রি বিয়ে করেন ওপার বাংলার চিত্রনায়ক ওম সাহানি ও টিভি অভিনেত্রী মিমি দত্ত। এর ঠিক এক মাস পরেই আগামী ৩ ফেব্রুয়ারি বৈদিক নিয়মে সাত পাকের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। সেখানে বৈদিক মন্ত্র পড়ে সাত পাক ঘুরবেন এই তারকা দম্পতি।

 

নতুন এই দম্পত্তি বলেন, ২০২০ সালে হাজারো মানসিক চাপ, উত্তেজনার মধ্যেও ভালোবাসা বাতিল হয়ে যায়নি, এটা একেবারেই রূপকথার বাইরে নতুন বছরের শুরুটা এমনই ছিল। প্রায় দশ বছর আগে ‘আলোর বাসা’ নামে একটি টিভি সিরিয়ালে একসঙ্গে কাজ করার সুবাদে তাদের পরিচয় হয়। 

 

পরবর্তীতে দুজনের মধ্যে ভালো লাগাও তৈরি হয়। অবশেষে  তিন বছরের ভালোবাসাকে পূর্ণতা দিয়ে নতুন বছরের প্রথম দিনেই জীবনের নতুন এক অধ্যায় শুরু করেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন