News71.com
 Entertaintment
 11 Jan 21, 07:58 PM
 612           
 0
 11 Jan 21, 07:58 PM

হোটেল শেফ অক্ষয় এখন বলিউডের দাপুটে অভিনেতা

হোটেল শেফ অক্ষয় এখন বলিউডের দাপুটে অভিনেতা

বিনোদন ডেস্কঃ অক্ষয় কুমার। বলিউডের যে ক'জন দাপুটে অভিনেতা রয়েছেন তাদের মধ্যে অন্যতম। বলিউড কাঁপালেও একসময় ঢাকার একটি হোটেলের শেফ ছিলেন অক্ষয়। সে কথা অবশ্য আলোচনার প্রেক্ষাপটে অকপটেই বলেন। অক্ষয় মাঝে মাঝেই ত্রাতা হিসেবে হাজির হন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ান। এসব গুণের কারণে স্ত্রী টুইঙ্কেলকে সবসময় পাশে পান।

সোমবার সকালে একটি ছবি পোস্ট করেছেন অক্ষয়। ফেসবুকে পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে অক্ষয় একটি হলুদ ব্রিফকেস নিয়ে তড়িঘড়ি কোথাও যেন যাচ্ছেন? গলায় ঝুলে আছে গান শোনার হেডফোন, মুখে একপ্রস্ত হাসি ঝুলে আছে। ছবিটা হয়তো কোনো চলচ্চিত্রের একটি দৃশ্যের।

অক্ষয় লিখেছেন, 'হোয়েন ইউ নো দ্য '২৫ দিনমে প্যায়সা ডাবল স্কিম...' অর্থাৎ তুমি যখন জানবে মাত্র ২৫ দিনেই টাকা দিগুণ হয়ে যাবে...।' ক্যাপশনের সঙ্গে শারীরিক ভাষা এটাই বলছে যে খুব অল্প সময়ে টাকা দিগুণ হয়ে গেলে মনে এমনই ফূর্তি আসবে। ক্যাপশন শেষে তিনটি মজার ইয়ার্কিসূচক ইমোজি ব্যবহার করেছেন। বোঝা যায় অক্ষয় সোশ্যাল হ্যান্ডেলে বেশ মজা করেন।

১ জানুয়ারি অনুরাগীদের বছরের প্রথম সূর্যাস্ত উপহার দিয়েছিলেন অক্ষয়। সকলের সাফল্য এবং খুশির জন্য গায়ত্রী মন্ত্রও জপ করেছেন অভিনেতা। সারা আলি খান এবং ধনুশের সঙ্গে ‘আতরাঙ্গি রে’-র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। কিন্তু দিন দুয়েক আগে ছবির পরিচালক আনন্দ এল রাইয়ের কোভিডে আক্রান্ত হওয়ায় আপাতত স্থগিত ছবির শ্যুটিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন