News71.com
 Entertaintment
 10 Jan 21, 07:34 PM
 444           
 0
 10 Jan 21, 07:34 PM

রশ্মিকার রেঞ্জ রোভার গাড়ি

রশ্মিকার রেঞ্জ রোভার গাড়ি

বিনোদন ডেস্কঃ তরুণ প্রজন্মের কাছে খুবই পরিচিত একটা নাম রশ্মিকা মন্দানা। শুধু পরিচিতই না, রশ্মিকাকে ভারতের 'জাতীয় ক্রাশ' বলে সম্বোধন করে ভারতীয় গণমাধ্যম।

রশ্মিকার ব্যক্তিজীবন নিয়ে তাই ভক্তদের আগ্রহের শেষ নেই। কখন কোথায় যাচ্ছেন, কী পরছেন, কার সঙ্গে ডেট করছেন- এ নিয়ে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি ভারতের জাতীয় এই ক্রাশ কিনলেন রেঞ্জ রোভার গাড়ি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি রশ্মিকা নিজেই জানিয়েছেন। গাড়ির সামনে দুই হাত উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা ছবি পোস্ট করেছেন। ছবির নিচে ভক্তদের শুভ কামনায় ভাসছেন। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে গাড়িসহ উচ্ছ্বাস প্রকাশের ওই ছবিতে রশ্মিকার পরনে ছিল ব্ল্যাক টপ ও ডেনিম। সঙ্গে ছিল লুই ভুটনের দামি ব্যাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন