News71.com
 Entertaintment
 10 Jan 21, 07:34 PM
 447           
 0
 10 Jan 21, 07:34 PM

জমকালো আয়োজনে নির্মিত হচ্ছে বায়োপিক 'বঙ্গবন্ধু'

জমকালো আয়োজনে নির্মিত হচ্ছে বায়োপিক 'বঙ্গবন্ধু'

বিনোদন ডেস্কঃ জমকালো আয়োজনে নির্মিত হচ্ছে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক। এর নাম ঠিক করা হয়েছে ‘বঙ্গবন্ধু’। এটি নির্মাণ করছেন ভারতের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল।

এ সিনেমায় দেশের একঝাঁক তারকা অভিনয় করতে যাচ্ছেন। যার মধ্যে আছেন বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ, শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা, তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ। বিভিন্ন চরিত্রে আরো দেখা যাবে তৌকির আহমেদ, ফজলুর রহমান বাবু, তুষার খান, দিলারা জামান, সিয়াম আহমেদসহ শতাধিক শিল্পীকে।
সিনেমার শুটিং করতে আগামী ১৯ জানুয়ারি মুম্বাই যাবেন চলচ্চিত্রটির শিল্পীদের একটি অংশ। আর ফেব্রুয়ারিতে যাবেন আরো কয়েকজন।

সেই যাত্রার আগে বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার দোয়া ও শুভেচ্ছা নিয়েছেন কয়েকজন তারকা। ৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর বাসভবনে দুই বোনের সঙ্গে সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু সিনেমার তারকারা। বিকেল সাড়ে তিনটা থেকে প্রায় ৬টা পর্যন্ত ২০ জনের একটি দল প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন