News71.com
 Entertaintment
 10 Jan 21, 12:47 PM
 435           
 0
 10 Jan 21, 12:47 PM

ধর্ষকদের রাস্তায় ফাঁসি দেওয়ার দাবি কঙ্গনার

ধর্ষকদের রাস্তায় ফাঁসি দেওয়ার দাবি কঙ্গনার

বিনোদন ডেস্কঃ নারীর প্রতি সহিংসতা রুখতে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সে সঙ্গে তিনি জনসম্মুখে রাস্তায় ধর্ষককে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন। ভোপালে ‘ধক্কড়’ সিনেমার  শুটিংয়ের ফাঁকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন।

সৌদি আরবের উদাহরণ টেনে কঙ্গনা বলেন, নারী নির্যাতনকারীদেরকে রাস্তায় এনে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। তিনি বলেন, নারীরা নিজেদের কথা বলতে দ্বিধায় ভোগেন। ফলে অনেক যৌন হেনস্থার ঘটনা আমাদের অজানা থেকে যায়। আমাদের (ভারত) দেশের আইনের কারণে অনেকে চুপ থাকেন। ধর্ষকরা জানে যে, তারা ঠিক আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারবে। বছরের পর বছর নির্যাতিতাদের কেবল প্রশ্নের উত্তর দিয়ে যেতে হয়। আইন ও পুলিশের হাতেও হেনস্থা হতে হয় তাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন