News71.com
 Entertaintment
 09 Jan 21, 10:59 PM
 426           
 0
 09 Jan 21, 10:59 PM

রূপালী পর্দায় ক্রিকেটার ইরফান পাঠান

রূপালী পর্দায় ক্রিকেটার ইরফান পাঠান

 

বিনোদন ডেস্কঃ রূপালী পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের। তামিল ফিল্ম ‘কোবরা’তে দেখা যাবে তাকে।  অজয় গাঁনামুথুর পরিচালনায় ছবিটির মূল চরিত্রে দেখা যাবে কয়েকটি ব্লকবাস্টার হিট ছবি উপহার দেওয়া চিয়ান বিক্রমকে।

শুক্রবার (০৮ জানুয়ারি) মুক্তি পেয়েছে ইরফান অভিনীত কোবরা মুভির টিজার। এই ছবি দিয়ে অভিনয়ে অভিষেক হলো ৩৬ বছর বয়সী টিম ইন্ডিয়ার সাবেক অলরাউন্ডারের। যেখানে ইরফানকে দেখা যাবে এক ইন্টারপোল অফিসার আসলান ইলমাজের চরিত্রে। 

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার বিক্রমকে মুক্তি পেতে যাওয়া ছবিটিতে দেখা যাবে ২০ রকমের চেহারায়। আসলান খুঁজে বেড়াবেন মুখোশের আড়ালে থাকা ‘কোবরা’ বিক্রমকে। এই কোবরা একজন প্রতিভাবান গণিতবিদ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন