বিনোদন ডেস্কঃ খ্যাতিমান ড্রামার ও সোলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া রনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দিনদিন বাড়ছে সংক্রমণ। তবে, হাল ছাড়েননি শিল্পী। দূরারোগ্য এই ব্যাধির সাথে বেঁচে থাকার লড়াই করছেন তিনি।
গত বছরের ফেব্রুয়ারি থেকে রাজধানী মিরপুরের ডেল্টা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। সুব্রত বড়ুয়া রনির অসুস্থতার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন খ্যাতিমান গীতিকবি শহীদ মাহমুদ।
তিনি বলেন, ‘আমাদের দেশে করোনা আতঙ্ক ছড়ানোর শুরুর দিকে অর্থাৎ গত ফেব্রুয়ারির শেষের দিকে তাঁর ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই তার চিকিৎসা অব্যাহত রয়েছে। চিকিৎসার ব্যয়ভার তার পরিবার ও আমরা বন্ধুমহল বহন করছি।’