News71.com
 Entertaintment
 08 Jan 21, 07:08 PM
 511           
 0
 08 Jan 21, 07:08 PM

চাঁদপুরে কমান্ডো শুটিং বাতিলের আহ্বান

চাঁদপুরে কমান্ডো শুটিং বাতিলের আহ্বান

বিনোদন ডেস্কঃ দেশে সিরিজ বোমা হামলা নিয়ে চিত্রিত কমান্ডো সিনেমা সম্পর্কে আবারও ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলেছেন ইসলামি চিন্তাবিদরা। শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের আগে চাঁদপুরের বিভিন্ন মসজিদে এ নিয়ে আলোচনা করেন ইমাম ও খতিবরা। তারা বলেন, পবিত্র ধর্ম ইসলামের কলেমা খচিত পতাকাকে কমান্ডো সিনেমায় জঙ্গি রূপ দেওয়া হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসলমানের ইমান ও বিশ্বাসের ওপর আঘাত হানা হয়েছে।  তাই আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি চাঁদপুরে কমান্ডো সিনেমার শুটিং বাতিল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। 

তারা মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আরও বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। সুতরাং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর স্লোগান পবিত্র ধর্ম ইসলামের কলেমা খচিত পতাকা নিয়ে এমন সিনেমা ধর্মপ্রাণ কোনো মুসলমান মেনে নেবেন না। এ বিষয় চাঁদপুর শহরের বেগম জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ইতিমধ্যে কমান্ডো সিনেমার শুটিং বন্ধ ঘোষণা করতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছি। আশা করছি, ইসলাম ধর্মকে নিয়ে এমন অবমাননাকর সিনেমার শুটিং বন্ধ করতে সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন