News71.com
 Entertaintment
 06 Jan 21, 07:42 PM
 500           
 0
 06 Jan 21, 07:42 PM

অভিনেত্রী আশার স্বপ্ন নিভল ট্রাকের ধাক্কায়

অভিনেত্রী আশার স্বপ্ন নিভল ট্রাকের ধাক্কায়

 

বিনোদন ডেস্কঃ টেলিভিশন নাটকে প্রায় চার বছর আগে অভিনয় শুরু করেছিলেন আশা চৌধুরী (২২)। অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন। হয়েছিলেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত অভিনেত্রীও। স্বপ্ন ছিল প্রধান চরিত্রে (নায়িকা) অভিনয় করে নিজেকে মেলে ধরার। সেই স্বপ্ন ধরাও দিয়েছিল। প্রধান চরিত্রের নায়িকা হিসেবে নাটকের শুটিংও করেছেন তিনি। তবে সেই নাটক আর দেখে যেতে পারলেন না। গত সোমবার রাত পৌনে ২টার দিকে রাজধানীর টেকনিক্যাল মোড়ে মোটরসাইকেল আরোহী আশার জীবনপ্রদীপ নিভিয়ে দিল বেপরোয়া ট্রাক।

 

পুলিশ কর্মকর্তা ও স্বজনরা বলছেন, এক আত্মীয়র সঙ্গে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে সেখানে চাপা পড়েন আশা। এরপর পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কোন ট্রাক, কিভাবে আশাকে ধাক্কা দিয়েছে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার আশার লাশ দাফন করা হয়েছে।

 

জানা গেছে, আশা পাবনার আবুল কালামের মেয়ে। চার বোনের মধ্যে আশা সবার বড়। রাজধানীতে থাকতেন রূপনগর আবাসিক এলাকার ২০ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায়। আশা ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। পরবর্তী সময়ে রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আইন বিষয়ে লেখাপড়া করছিলেন (সপ্তম সেমিস্টার)। সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন