News71.com
 Entertaintment
 05 Jan 21, 06:19 PM
 510           
 0
 05 Jan 21, 06:19 PM

নতুন সিনেমায় জুটিবদ্ধ সিয়াম-পূজা চেরী

নতুন সিনেমায় জুটিবদ্ধ সিয়াম-পূজা চেরী

বিনোদন ডেস্কঃ আবারও জুটিবদ্ধ হয়ে নতুন সিনেমাতে কাজ করতে যাচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। নতুন এই সিনেমার নাম ‘সিকান্দার’। সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। ‘সিকান্দার’র পরিচালক জুবায়ের আলম, যা তার প্রথম সিনেমা। মার্চের দ্বিতীয় সপ্তাহে সিয়াম-পূজার ‘সিকান্দার’ ছবির শুটিং শুরু সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। 

 

সিনেমার শুটিংয়ের বিষয়ে পরিচালক জুবায়ের আলম গণমাধ্যমকে বলেছেন, মার্চে শুটিংয়ে যাব। সিয়ামের আলাদা লুক তৈরি করছি। এটা ব্যক্তি কেন্দ্রিক ছবি নয়। নির্দিষ্ট একটি প্লট বেইজ গল্পের ছবি। সবকিছু শতভাগ চূড়ান্ত। চলতি মাসের শেষে সবকিছু জানাব। তার আগে কিছু নয়।সিয়াম আহমেদ ও পূজা এর আগে জুটিবদ্ধ হয়ে ‘পোড়ামন-২’ এবং ‘দহন’ সিনেমায় অভিনয় করেন। ছবি দুটি মুক্তির পর বেশ প্রশংসিত হয়। তাদের আরেক সিনেমা ‘শান’ নির্মাণধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন