News71.com
 Entertaintment
 05 Jan 21, 11:22 AM
 471           
 0
 05 Jan 21, 11:22 AM

সালমানের দুই ভাই, ভাতিজার বিরুদ্ধে এফআইআর॥

সালমানের দুই ভাই, ভাতিজার বিরুদ্ধে এফআইআর॥

বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খানের দুই ভাই ও ভাতিজার বিরুদ্ধে এফআইআর করেছে বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন। কভিড-১৯ বিধি লঙ্ঘন করায় সালমানের ভাই সোহেল খান, আরবাজ খান ও সোহেলের বড় ছেলে নির্বানকে অভিযুক্ত করে এ এফআইআর করা হয়েছে। ২৫ ডিসেম্বর এ তিনজন দুবাই থেকে ভারতে ফেরেন। বিমানবন্দরেই তাদেরকে হোটেলে কোয়ারেন্টাইন করতে বলা হয়।

কিন্তু তারা বাড়িতে চলে যান। জানা গেছে, বাড়িতে চলে গেলেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এড়াতে পারবেন না তারা। মুম্বাইয়ের খার পুলিশ স্টেশনে প্রিভেনশন অব স্টেরিলাইজেশন আইনে সালমানের দুই ভাই ও ভাতিজার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই আইন অনুসারে, করোনার নতুন প্রজাতির সংক্রমণ রুখতে ব্রিটেন ও দুবাই থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মানতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন