বিনোদন ডেস্কঃ একঝাঁক তারকা নিয়ে এ বছরেই মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। তাই তো বছরের প্রথম দিনেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে চমকে দেন ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা। অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের পরিচালক দীপংকর দীপন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ২০২১ সালে মুক্তি পেতে যাচ্ছে অপারেশন সুন্দরবন।
দীর্ঘ সময় ধরে আমরা ছবিটির শুটিং করেছি। ছবিটি সত্যিকার অর্থেই ভীষণ স্পেশাল। ছবিটি কখন আপনাদের দেখাতে পারব, উদগ্রীব হয়ে বসে আছি। এই ছবিটির শুটিং করতে আমরা এত এত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, এত সুন্দর সুন্দর ভিজ্যুয়াল পেয়েছি যে সবকিছু মিলিয়ে ছবিটি আপনাদের ভালো লাগবে আমার বিশ্বাস। ছবিটিতে দেশপ্রেমের কথা বলেছি। সব কিছু মিলিয়ে একটি বিশেষ ছবি হতে যাচ্ছে অপারেশন সুন্দরবন। অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কীভাবে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করেছে, তা তুলে ধরা হয়েছে। শিগগিরই ছবির টিজার প্রকাশ হবে জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা।