News71.com
 Entertaintment
 24 Mar 19, 03:41 PM
 798           
 0
 24 Mar 19, 03:41 PM

কুমার অভিনীত ‘কেশরি’ সিনেমার প্রথম দিনেই আয় ২১ কোটি রূপি॥

কুমার অভিনীত ‘কেশরি’ সিনেমার প্রথম দিনেই আয় ২১ কোটি রূপি॥

বিনোদন ডেস্ক: মুক্তির প্রথম দিনেই অক্ষয় কুমার অভিনীত ‘কেশরি’ চলচ্চিত্রটি ২১ কোটি রুপি আয় করেছে। ২০১৯ সালে মুক্তির প্রথম দিনে ভারতীয় কোনো চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের রেকর্ড এটি।হোলি উৎসবের দিনে (২১ মার্চ) অক্ষয় কুমার তাঁর ভক্তদের ১৮৯৭ সালের সারাগড়ের যুদ্ধের ওপর নির্মিত এই চলচ্চিত্রটি উপহার দেন। প্রায় ৮০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটিও প্রথম দিনেই প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে সমর্থ হয়।

অনুরাগ সিং পরিচালিত এই চলচ্চিত্রে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া।বক্স অফিস বিশেষজ্ঞ তারান আদর্শ এটিকে ২০১৯ সালের সেরা সূচনা উল্লেখ করে টুইট করেন, ‘কেশরিরা...বক্স অফিসে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে।’ হোলি উৎসবের জন্য সকালের শোগুলোতে ‘কেশরি’র দর্শক কম ছিল। তবে বিকেলের শোতে প্রচুর দর্শকের ভিড় জমে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন