News71.com
 Entertaintment
 28 Jan 19, 05:56 AM
 978           
 0
 28 Jan 19, 05:56 AM

জি-বাংলা সা রে গা মা পা ২০১৮ এর বিজয়ী ইশিতা।।

জি-বাংলা সা রে গা মা পা ২০১৮ এর বিজয়ী ইশিতা।।

বিনোদন ডেস্কঃ জি-বাংলা সা রে গা মা পা ২০১৮ আসরে বিজয়ী হয়েছেন ইশিতা বিশ্বকর্মা। ১৬ বছরের এই কিশোরী হারিয়ে দিয়েছেন সাহিল সোলাঙ্কি, তন্ময় চতুর্বেদী, ঐশ্বরিয়া পন্ডিত, সনু গিল ও আসলাম আবুল মজিদকে। ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে ইশিতা পেয়েছেন ৫ লাখ রুপি ও একটি নতুন গাড়ি। প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন তন্ময় ও সনু। ইশিতা প্রশংসা পেয়েছেন বলিউড কিং শাহরুখ খানের কাছ থেকেও। ইশিতার কণ্ঠে 'রাব নে বানা দে জোড়ি' গানটি শুনে মুগ্ধ হয়েছিলেন শাহরুখ। বলিউডের প্রশংসিত ছবি 'রাব নে বানা দে জোড়ি'তে শাহরুখ নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন