News71.com
 Entertaintment
 06 Jan 19, 11:41 AM
 894           
 0
 06 Jan 19, 11:41 AM

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র প্রযোজক ইফতেখারুল আলম।।

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র প্রযোজক ইফতেখারুল আলম।।

বিনোদন ডেস্কঃ ঢাকাই ছবির স্বনামধন্য কিংবদন্তি চলচ্চিত্র প্রযোজক ইফতেখারুল আলম কিসলু আর নেই। গতকাল শনিবার দিনগত রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ইফতেখারুল আলম কিসলু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। প্রযোজক ইফতেখারুল আলম কিসলুর মৃত্যুর খবর জানান অভিনেতা আহমেদ শরীফ। সম্পর্কে ইফতেখারুল আলম অভিনেতা আহমেদ শরীফের ফুফা। ১৯৬৪ সালে প্রখ্যাত নির্মাতা জহির রায়হান রঙিন ছবি সঙ্গম নির্মাণ করেন। ওই ছবির প্রযোজক ছিলেন ইফতেখারুল আলম। ষাটের দশক থেকেই নামি-দামি পরিচালক ও তারকা শিল্পীরা তার প্রযোজনায় কাজ করেছেন।

১৯৬৬ সালে রাজ্জাক-সুচন্দা জুটির প্রথম ছবি বেহুলা’র প্রযোজনায় ছিলেন ইফতেখারুল আলম। আর বাংলাদেশের স্বাধীনতা লাভের পর প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘ওরা ১১ জন’ তার প্রযোজনায় নির্মিত হয়। বরেণ্য এই প্রযোজক ‘আনোয়ারা’, ‘আলিবাবা’ ও ‘দুই পয়সার আলতা’, ‘সংসার’র মতো অনেক ছবি প্রযোজনা করেছেন। বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখারুল আলম কিসলু ১৯৭৯ সালে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন। তিনি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের আজীবন সদস্য। রোটারি ক্লাব অব ঢাকার পিডিজিও ছিলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন