বিনোদন ডেস্কঃ এপার এবং ওপার বাংলায় বেশ জনপ্রিয় জয়া আহসান। দু’জায়গায় সমান ব্যস্ত এই অভিনেত্রী। বিসর্জন ছবির পর এবার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় আনছেন বিজয়া। এই ছবিতেই দর্শকদের ভালবাসা পেয়েছেন জয়া আহসান। আগামী জানুয়ারিতেই মুক্তি পাবে বিজয়া। জয়া জানালেন, বাংলাদেশে যেমন দর্শক তার কাজ পছন্দ করেন তেমনি এপার বাংলা থেকেও অনেক ভালবাসা পেয়েছেন তিনি। তাই ভারত সরকারের অনুমতি পেলে তিনি দু’দেশের নাগরিকত্ব নিতে চান। এপার বাংলায় কাজ করে অনেক কিছু শিখেছেন বলে জানান জয়া। তিনি জানান, অনেকের সঙ্গে কাজ করতে চান আগামী দিনে। আর কাজের ব্যাপারে খুবই দুঃসাহসী তিনি। জয়ার বক্তব্য, এপার বাংলায় সহজেই সবাইকে তুই, তুমি বলা যায়, বাংলাদেশে এমন হয় না। তবে এই ডাকে যে ভালবাসা রয়েছে তা তিনি খুবই উপভোগ করেন।