News71.com
 Entertaintment
 14 Jul 18, 05:49 PM
 1306           
 0
 14 Jul 18, 05:49 PM

সেতুমন্ত্রীর লেখা উপন্যাস "গাঙচিল" সিনেমায় অভিনয় করছেন ফেরদৌস-পূর্ণিমা।  

সেতুমন্ত্রীর লেখা উপন্যাস

বিনোদন ডেস্ক: সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণ করা হবে। উপন্যাসটির নাম "গাঙচিল"। উপন্যাসের সঙ্গে মিল রেখে চূড়ান্ত হয়েছে ছবির নাম। "গাঙচিল" ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এখানে জুটি হিসেবে দেখা যেতে পারে ফেরদৌস-পূর্ণিমাকে।

পরিচালক নেয়ামূল বলেন, উপন্যাসটি পড়ে ভালো লেগেছে। আমি লেখক মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তার অনুমতি পেয়ে চিত্রনাট্য তৈরির কাজে নেমে যাই। বর্তমানে চলছে শিল্পী নির্বাচনের কাজ। এখন পর্যন্ত চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। তার সঙ্গে পূর্ণিমাকে রাখতে চাই। শিগগিরই সবকিছু জমকালো আয়োজনে মহরত করে জানানো হবে। চিত্রনায়ক ফেরদৌসও এই ছবিতে কাজের ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুবই চমৎকার গল্প আছে এখানে। আমার চরিত্রটিও ভালো। আর নেয়ামূলের সঙ্গে এর আগে "এক কাপ চা" ছবিতে কাজ করেছি। ছবিটির শুটিং শুরু করতে মুখিয়ে আছি। পাশাপাশি নায়িকা হিসেবে পূর্ণিমাকে পেলে সেটি হবে বাড়তি আনন্দ। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস "গাঙচিল" থেকে চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের মারুফ রেহমান আর ভারতের প্রিয় চট্টোপাধ্যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন