News71.com
 Entertaintment
 25 May 18, 10:05 AM
 1137           
 0
 25 May 18, 10:05 AM

আগামী ৮ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে

আগামী ৮ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে

বিনোদন ডেস্কঃ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। ওইদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পী ও কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে তথ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ এর বিজয়ীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী ফারুক ও ববিতা। সরকার এ বছর বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য ২৬টি বিভাগে ২৯ জন ব্যক্তিকে পুরস্কার দিচ্ছে। প্রামাণ্যচিত্রের জন্য পুরস্কার পাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও একাত্তর মিডিয়া লিমিটেড।


অমিতাভ রেজা পরিচালিত সিনেমা আয়নাবাজি সাতটি বিভাগে পুরস্কার জিতেছে। পুরস্কার অর্জনের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে নাদের চৌধুরী পরিচালিত মেয়েটি এখন কোথায় যাবে ছবিটি। সেরা গীতিকার, সেরা সুরকার ও সেরা সঙ্গীত পরিচালকসহ চারটি পুরস্কার জিতেছে এই ছবি। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র অজ্ঞাতনামা। সেরা চলচ্চিত্রের পাশাপাশি ছবিটি সেরা কাহিনীকার এবং সেরা খল-অভিনেতার পুরস্কার জিতে নেয়। গৌতম ঘোষের শঙ্খচিল পেয়েছে তিনটি পুরস্কার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন