News71.com
 Entertaintment
 10 May 18, 02:25 AM
 1743           
 0
 10 May 18, 02:25 AM

এবারের ঈদে আসছে জনপ্রিয় অভিনেতা দ্বীপরাজের” স্বপ্ন বিসর্জন।।

এবারের ঈদে আসছে জনপ্রিয় অভিনেতা দ্বীপরাজের” স্বপ্ন বিসর্জন।।

বিশ্বজীত বিশ্বাসঃ আসন্ন ঈদ উপলক্ষে আসছে জনপ্রিয় অভিনেতা দ্বীপরাজের” স্বপ্ন বিসর্জন”। এটাতে দীপকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। স্বপ্ন বিসর্জন” নাটক দিয়ে সকলের হৃদয়ে সত্যিকারের স্বস্তির পরশ দিয়ে গেলেন তরুণ নির্মাতা এসএম ইসমাইল রাব্বি। কী এমন আছে এতে? তেমন বিশেষ কিছু নয়। তবু কীভাবে যেন এই নাটকটির প্রতিটি চরিত্র মিশে গেছে প্রকৃতির বাস্তবতার সাথে। পরিচিত মানুষ গুলোর মায়াময় মুখ,দুরন্ত ছুটে চলার বাগান,অজান্তে বেড়ে ওঠা বুন্ধুদের মনের এক সাগর কথার ভিড়ে আঘাত, ব্যাচেলর জীবনের যুদ্ধ,হঠাৎ কিছু পাওয়া। আবীর নোমান রচিত মিস্ট্রিয়াস ড্রিম প্রযোজিত এই নাটকে দীপ ছাড়াও হৃদয়স্পর্শি অভিনয়ে সকলকে মুগ্ধ করেছেন আবীর নোমান, মাহমুদা মাহা, লুৎফর রহমান নিপুন, আদর শাখাওয়াত, মৌমিতা এবং আরও অনেকেই। গল্পের বাকিটুকু জানতে হলে দেখতে হবে জনপ্রিয় অভিনেতা দ্বীপরাজ অভিনীত স্বপ্ন বিসর্জন। দীপ এর আগেও সিরিয়াল-মহল্লা বিডি ডট কম,সোনার শেকল,মহাগুরু, ভালবাসার তিন ভূবন তাছাড়াও একক নাটক- অনুর অ্যাবাকাস, বোকা বাক্স, এক ফোটা অন্ধকার, এর মাধ্যমে অসংখ্য ভক্ত অনুসারীর ভালবাসা কুড়িয়েছেন।জনপ্রিয় অভিনেতা দ্বীপরাজ নিউজ ৭১ কে বলেন, আমার সাদ্ধের উর্ধে গিয়ে চেষ্টা করি সকলের মননিত হতে, সব সময় আমার সেরাটা দিতে। তিনি আরো জানান, আগামীতে বড় পর্দায় নিজেকে উপস্থাপন করতে যাচ্ছি, সকলে আমার জন্য আশির্বাদ এবং দোয়া করবেন। আশা করি ঈদের পরেই শুটিং শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন