News71.com
 Entertaintment
 29 Apr 18, 05:49 AM
 1032           
 0
 29 Apr 18, 05:49 AM

৭১তম কান চলচ্চিত্র উৎসবে যৌন হয়রানি প্রতিরোধে হটলাইন চালু।।

৭১তম কান চলচ্চিত্র উৎসবে যৌন হয়রানি প্রতিরোধে হটলাইন চালু।।

বিনোদন ডেস্কঃ হলিউড, বলিউড, টালিউড, ঢালিউড সব ইন্ডাস্ট্রির তারকারাই মিডিয়ায় কাজ করতে এসে যৌন হয়রানির শিকার হয়েছেন। তবে ঘটা করে প্রকাশ হয়নি কথাটা। হলিউড মোগল হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যখন অভিনেত্রীরা একে একে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তখন থেকেই বিষয়টি খুব বেশি চর্চিত হয়েছে। সেই থেকে শুরু হয়েছে প্রতিবাদ। একে একে মুখ খুলছেন সবাই। সেই রেশ কাটেনি এখনো। এর মধ্যে কান চলচ্চিত্র উৎসবে নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেছেন চার তারকা। তাই কানের ৭১তম আসরে যৌন হয়রানি প্রতিরোধে থাকছে হটলাইন। এর মাধ্যমে ভুক্তভোগী কিংবা প্রত্যক্ষদর্শীরা যৌন নিপীড়কের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন