বিনোদন ডেস্কঃ অবশেষে ২০ বছরের পুরনো কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় রায় ঘোষণা করল ভারতের যোধপুর আদালত।কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমান খানকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের ৫১-এর ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন সালমান খান।বেকসুর খালাস পেয়েছেন সেফ আলি খান, তব্বু, নীলম ও সোনালি বেন্দ্রে।১৯৯৮ সালে সালমান খান,সেফ, তব্বু, নীলম ও সোনালি হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিংয়ে যোধপুর গিয়েছিলেন।অভিযোগ, শ্যুটিং চলাকালীন ১ ও ২ অক্টোবরের রাতে আলাদা আলাদা দুটি জায়গায় সলমন কৃষ্ণসার শিকার করেন।কাঙ্কাণি গ্রামে তাঁর বিরুদ্ধে যে দুটি কৃষ্ণসার শিকারের অভিযোগ রয়েছে, আজ তারই রায় দিল আদালত।এদিকে কৃষ্ণসার হরিণ হত্যা মামলার রায় ঘোষণার পর থেকেই মুম্বইয়ের পরিচালক, প্রযোজকদের মাথায় হাত।