News71.com
 Entertaintment
 25 Feb 18, 09:53 AM
 922           
 0
 25 Feb 18, 09:53 AM

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী শ্রীদেবী আর নেই।।

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী শ্রীদেবী আর নেই।।

বিনোদন ডেস্কঃ বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর।স্বামী-সন্তানসহ দুবাইয়ে একটি বিয়ের আমন্ত্রণে গিয়েছিলেন শ্রীদেবী।গতকাল শনিবার দিবাগত রাতে নিঃশ্বাস ত্যাগ করেন।শ্রীদেবীকে বলা হয় বলিউডের প্রথম নারী সুপারস্টার।১৯৬৩ সালের ১৩ আগস্ট তামিলনাড়ুতে জন্ম নেওয়া শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াংগার আয়য়াপন।তিনি একাধারে তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাডা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন।শিশুশিল্পী হিসেবে রুপালি পর্দায় পথচলা শুরু শ্রদেবীর।২০১৩ সালে চলচ্চিত্রে অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পেয়েছেন তিনি।চাঁদনী, লামহে, মিস্টার ইন্ডিয়া, নাগিনসহ ৯০ দশকের একের পর এক সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী। অভিনয় থেকে অবসর নিয়েছিলেন ১৯৯৬ সালে।১৫ বছর পর বিরতি দিয়ে সাড়া জাগানো চলচ্চিত্র ইংলিশ ভিংলিশ নিয়ে ফিরে আসেন শ্রীদেবী।এবারও অসামান্য অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন