News71.com
 Entertaintment
 23 Feb 18, 01:06 AM
 1043           
 0
 23 Feb 18, 01:06 AM

শাকিব খানের নতুন সিনেমা ভাইজান।।জুটি বেঁধেছেন টলিউডের শ্রাবন্তী-পায়েলের সাথে

শাকিব খানের নতুন সিনেমা ভাইজান।।জুটি বেঁধেছেন টলিউডের শ্রাবন্তী-পায়েলের সাথে

বিনোদন ডেস্কঃ শিকারির পর আবারও জুটি বাঁধছেন শাকিব খান এবং কলকাতার শ্রাবন্তী।জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ভাইজান-এ দেখা যাবে তাঁদের।ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাকিব।ছবিতে আর এক নায়িকা পায়েল সরকার।এই প্রথম বার শাকিবের বিপরীতে দেখা যাবে পায়েলকে।জয়দীপের পরিচালনায় এটি শাকিবের চতুর্থ ছবি।এর আগে শিকারি, নবাব ও চালবাজ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।এ বিষয়ে পরিচালক বলেন, বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও শাকিব বেশ জনপ্রিয়। ২৮ বছর আগের এক ঘটনাকে কেন্দ্র করেই এগোয় ছবির গল্প।ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়।এ ছাড়া রয়েছেন রজতাভ দত্ত, সাগ্নিক, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত প্রমুখ। থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা দীপা খন্দকার, মনিরা মিঠু।মার্চের তিন তারিখ থেকে ভাইজান ছবির শুটিং শুরু হওয়ার কথা। ছবিটি কলকাতার পাশাপাশি লন্ডনেও শুটিং করা হবে। ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন